নেতাজীর জন্ম দিনে বাইক দুর্ঘটনায় আহত যুবককে রক্ত দিলেন এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সক্রিয় সদস্য নাজমুল

ওসমান আলী,নতুন গতি,মুর্শিদাবাদ:-জুয়েল শেখ বয়স 23 বছর বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় 22 শে জানুয়ারি ডাক্তারবাবুরা চিকিৎসা করতে গিয়ে জানান জুয়েলের রক্তের প্রয়োজন জুয়েলের পরিবার বিভিন্ন জায়গায় রক্তের জন্য ছোটাছুটি করতে থাকলে কোন রকম ভাবে রক্ত জোগাড় করতে পারেনি শেষ অবস্থায় আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সক্রিয় সদস্য নাজমুল ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন নাজিমুল ভাই দেরি না করে 23শে জানুয়ারি সকালে যখন চারদিকে বীর যোদ্ধা নেতাজির 123 তম জন্ম জয়ন্তী নিয়ে সকলে যখন ব্যস্ত তখন আমাদের নেতাজি নাজিমুল ভাই ডোনার জোগাড় করতে ব্যস্ত নেতাজী বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা স্বাধীনতা পেয়েছি ।


    কিন্তু এই স্বাধীন ভারতের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে একদল স্বার্থনেশি মানুষ চারদিকে হৈচৈ পড়ে গেছে NRC NPR CAA এইসব নিয়ে মানুষ ব্যাস্ত ধর্মের ব্যাপারীদের চোখ রাঙানিকে ভয় না করে নজরুলের সেই বাণী মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এই বাণীকে পাথেয় করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রক্ত দিতে ছুটে আসেন এযুগের নেতাজি সোনু মন্ডল তার মূল্যবান O- 1 ইউনিট রক্ত জুয়েল ভাইয়ের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেন ধন্যবাদ জানাই আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সক্রিয় সদস্য নাজমুল ভাই ও সনু ভাই কে জানাই অসংখ্য ধন্যবাদ ও জুয়েল ভাইয়ের সুস্থতা কামনা করি ইমারজেন্সি ব্লাড সার্ভিস পশ্চিমবাংলার যেকোনো প্রান্তে 24/7