কেশপুর ব্লকে ছাত্র যুব উৎসব সাড়ম্বরে উদযাপিত হল

শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,কেশপুর:-
কেশপুর ব্লক ছাত্র যুব উৎসব শহিদ ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে দুই দিন ব্যাপী মহাসমারোহে উদযাপিত হল। এই উৎসবের উদ্বোধন করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা উৎসব কমিটির সভাপতি শ্রীমতি শুভ্রা দে সেনগুপ্ত।এই উৎসবে তিনটি বয়সভিত্তিক গ্রুপে ৩৩ টি সাংস্কৃতিক বিভাগে চার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

কেশপুর ব্লকের পনেরোটি গ্রাম পঞ্চায়েতের সাংস্কৃতিক প্রতিযোগীরা তাদের কৃষ্টি নৈপুণ্য তুলে ধরতে ব্যাকুল ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক যুব আধিকারিক এক্তিয়ার হোসেন, কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, আগত বিভিন্ন অঞ্চলের গ্রামপ্রধানগণ সহ বিশিষ্টরা।
জেলার বিশিষ্ট বাচিক শিল্পী রত্না দে,অর্ণব বেরা, সুতনুকা মাইতি,সংগীতশিল্পী সংঘমিত্রা দাস, সমীর মহান্তি,আশিস সরকার,সবিতাব্রত রায়, ঝুমঝুমি চক্রবর্তী , অঙ্কন শিক্ষক শুভদীপ ঘোষ, রত্নদীপ পড়িয়া ও নৃত্য প্রশিক্ষকদের সুনিপুণ বিচার প্রক্রিয়ায় শ্রেষ্ঠ প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত কুইজ প্রতিযোগিতা ছিল চিত্তাকর্ষক ।
তাৎক্ষণিক বক্তৃতা, বিশ্ব সংবাদ পাঠ প্রতিযোগিতাতে অনেক নতুন সম্ভাবনাময় মুখ উঠে আসে।
১৫-৪০ বছর বয়সী যুব প্রতিযোগী, যারা বিভিন্ন বিভাগে প্রথম হল, তারা পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র যুব উৎসবে ব্লকের প্রতিনিধিত্ব করবে।
পুরস্কার বিতরণ সভাতে উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ সহ বিশিষ্টরা।