|
---|
বাংলা সিনেমায় নতুন প্রযোজনা সংস্থা
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: একটা পুরো বছর ঘরবন্দি থাকার পর যখন বাংলা সিনেমা দীর্ঘ নিঃশ্বাস নিতে চাইছে তখন অক্সিজেন হয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসলেন নতুন প্রযোজনা সংস্থা ‘বিন এন্টারটেইনমেন্ট’।
থ্রিলারধর্মী সিনেমা দিয়ে এগোতে চাইছেন ভবিষ্যতে। বিশিষ্ট উদ্যোগপতি ও ‘বিন এন্টারটেনমেন্ট’-এর কর্ণধার এম এ রহমান প্রযোজিত আতিউল ইসলাম পরিচালিত এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি মানুষ মনে রাখবেন বলে মনে করেন ছবির পরিচালক। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি।
এই ছবির কোরিওগ্রাফার হিসাবে থাকছেন নতুন প্রতিভা শুভাশীষ সিকদার, প্রধান সহকারী পরিচালক হিসাবে থাকছেন তুষার চ্যাটার্জি। এছাড়াও কার্যনির্বাহীর দায়িত্বে থাকছেন নিউটন বিশ্বাস এবং সানন্দা সরকার এবং প্রোডাকশন ম্যানেজার অঙ্কিত রায়।
সিনেমা সম্পর্কে জানতে চাইলে প্রযোজক এম এ রহমান বলেন, ঠিক সময়ে আমরা সব জানিয়ে দেবো। কাজ পুরোদমে চলছে। খুব তাড়াতাড়ি আমরা ফ্লোরে যাবো।