|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: বিজেপিতে গিয়ে প্রথম বারেই অপমান রাজীব। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। সদ্য বিজেপিতে যাওয়া রাজীব ব্যানার্জীকে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় ঢুকতে বাধা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর। পরে রাজ্য নিরাপত্তারক্ষীদের প্রচেষ্টায় সভাস্থলে প্রবেশ করতে পারেন। এই নিয়ে রাজীব ব্যানার্জীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি ভুল করে আই ও সির সরকারি প্রোগ্রাম যেখানে হবে সেখানে চলে এসেছেন, কিন্তু তিনি বিজেপির দলীয় প্রোগ্রামে থাকার জন্য এসেছেন। যদিও প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রসঙ্গে তিনি বলেন স্টেজেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কথা রয়েছে।অন্য কোনো জটিলতা হয়নি।
হলদিয়া টাউন ব্লকের তৃনমূল যুব সভাপতি আজগর আলি জানালেন রাজীব ব্যানার্জী বিভিন্ন সভামঞ্চে বলেছেন তৃনমূল দল ওনাকে যোগ্য সম্মান দেয়নি তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন কিন্তু বিজেপি কি সম্মান দিল সেটা তো দেখাই গেল।যেদল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে সম্মান দেয় না, সেই দল এই সব ঝড়তিদের কি সম্মান দেবে। আর ওনার এটাই প্রাপ্য ছিল।