|
---|
মালদা: এক নববধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার সন্ধের দিকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানিয়েছে, মৃতার নাম আলেনুর বিবি(২২)। কালিয়াচক থানার সিলামপুর গ্রাম পঞ্চায়েতের পিপুলতলা এলাকায় বাড়ি তাঁর। ৯ দিন হল তাঁর বিয়ে হওয়া। স্বামীর নাম হাফিজুর শেখ। ঝাড়খন্ডে তাঁর বাড়ি। গত বৃহস্পতিবার আলেনুরকে বাপের বাড়িতে রেখে যান স্বামী হাফিজুর। এদিন বিকেলে আলেনুরের ঝুলন্তদেহ দেখা যায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, মানষিক রোগী ছিলেন তিনি।