গরুকে বাঁচাতে গিয়ে জখম ২ যুবক, একজনের অবস্থায় আশঙ্কাজনক

মালদা: একটি গরুকে বাঁচাতে গিয়ে উল্টে দুর্ঘটনায় জখম হন ২ যুবক। তাঁদের মধ্যে একজনের অবস্থায় আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার বিকেলে নারায়নপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ। জানা গেছে, জখম ২ যুবকের নাম অনুকূল প্রামানিক(‌৩০) ও জয়দেব মুর্মু(‌২৭)‌। বাড়ি মালদা থানার রাঙামাটিয়া এলাকায়। অনুকূল সাহাপুর নিত্যানন্দপুর হাই স্কুলে করনিকের কাজ করেন। বন্ধু জয়দেব মজুরের কাজ করেন। এদিন কাজ সেরে বাইকে বন্ধুকে বসিয়ে বাড়ির দিকে ফিরছিলেন অনুকূল। নারায়নের পুরের কাছে একটি গোরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁরা। জখম অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যালে পাঠানের ব্যবস্থা করেন। অনুকূলের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।