|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সালের ১৯শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে এই রাজ্যে নির্মল বাংলা মিশন চালু হয়। এই উদ্যোগ পেয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।
নদীয়া জেলা দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য সমস্ত বাড়িতে শৌচাগার নির্মাণ করা। এই শৌচাগার নির্মাণে বিজ্ঞানসম্মত ভাবে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার দিকেও নজর রাখা হয়েছে।
গত কয়েক বছরে এই প্রকল্পে বরাদ্দ সমানে বেড়েছে। ২০১২-১৩ সালে ২৫৪.৪১ কোটি টাকা থেকে ২০১৭-১৮ সালে এই বাবদ বরাদ্দ বেড়ে হয় ২৬৬১.২৫ কোটি টাকা। যদিও, এই সময়ে এই প্রকল্পে কেন্দ্রের অনুদান ৭৫:২৫ থেকে কমে ৬০:৪০য়ে এসে দাঁড়িয়েছে। তাও রাজ্য সরকারের একান্ত উদ্যোগে এবার সমস্ত গ্রাম বাংলা হয়ে উঠল নির্মল।
একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সকল রাজ্যবাসীকে এই বার্তা জানান।
তাঁর ফেসবুক পোস্টটিঃ
আমি খুবই আনন্দিত আপনাদের জানাতে পেরে যে এখন বাংলার সমস্ত গ্রাম নির্মল। কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকারের পরিছন্ন, সবুজ ও নিরাপদভাবে বাঁচার জন্য এই উদ্দেশ্যকে স্বীকৃতি দিয়েছে।
১.৩৫ কোটি গৃহে শৌচাগার নির্মাণ করা হয়েছে মিশন নির্মল বাংলা কর্মসূচীতে। আমাদের আগামী লক্ষ্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা।
সকলকে শুভেচ্ছা জানাই।