|
---|
নিজস্ব সংবাদদাতা: অন্যায় করলে কেউ ছাড়া পাবেন না,আজ এই কথা জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। যোগ্য লোকেদের বঞ্চিত করে যারা নিজেদের জীবন আধুনিক করতে উদ্যেগী হয়েছেন সমাজ এবং মানুষ তাদের ক্ষমা করবে না কোনদিনও।তা সে যেই হোক না কেন। উত্তরবঙ্গের থেকেও কেউ যদি কোন অন্যায় করে থাকেন তিনিও পার পাবেন না,আমি নিজেও তাকে ক্ষমা করবো না কোনদিনও। এক রক্তদান শিবিরে গিয়ে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আরো জানান আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক তিনি আমাদের একমাত্র অভিভাবক।আমরা সবাই তার আদর্শে বিশ্বাস করি। কাজেই কেউ যদি মুখ্যমন্ত্রীর সন্মান নিয়ে ছিনিমিনি খেলেন তবে তাকে কেউ ক্ষমা করবেন না। শিক্ষিত ছেলেমেয়েরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছেন আর কেউ টাকা পয়সা ভোগ করছেন এটা আমিও মেনে নেবো না।পাপিয়া ঘোষ আরো জানান দোষী যেই হোক শাস্তি সে পাবেই।পার পাবে না কোনদিনও।আমরা মা মাটি এবং মানুষের সরকার।আমরা মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবোও,তাই এই মুহূর্তে আমাদের লক্ষ হল মানুষের পাশেই থাকা। জেলা সভাপতি আরো জানান দুর্নীতির সাথে যদি আমার জেলার কেউ থেকে থাকেন তিনি চরম শাস্তি পাবেন।কারন অন্যায় মুখ্যমন্ত্রী বরদাসত করেন না আর আমিও করবো না।কাজেই আমার দার্জিলিং জেলাতে কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তার পাশে দল থাকবে না। মানুষের ভোটে তৃণমূল এসেছে আর মানুষের পাশেই তৃণমূল কংগ্রেস থাকবে। কিন্তুু দুর্নীতির সাথে কোনদিনই আপোশ করেনি তৃণমূল, আর ভবিষ্যতেও করবেও না জানালেন পাপিয়া ঘোষ।