|
---|
জলপাইগুড়ি: কুয়াশাচ্ছন্ন জলপাইগুড়ি। সোমবার ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া ছিল গোটা শহর থেকে সংলগ্ন এলাকা। ঘন কুয়াশার কারণে তাপমাত্রা পারদ ছিল অনেকটাই নীচে। সপ্তাহের প্রথম দিনে ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে বয়ে চলা ঠান্ডা হাওয়ার কারণে অনেকটাই ব্যাহত হলো জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন।
পারদ ১১ ডিগ্রির আশপাশে থাকলেও, হিমেল হাওয়া এবং কুয়াশার আড়ালে সূর্য এই দুইয়ে মিলে এদিন ঠান্ডার প্রকোপ বেশ ভালোই উপলব্ধি করছে জলপাইগুড়ি সহ ডুয়ার্সের মানুষ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় লাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গিয়েছে। যদিও এরই মধ্যে জীবিকার টানে বাইরে বেরিয়ে পরেছে অনেকেই, কোথাও আবার আগুন জ্বালিয়ে শরীরটাকে একটু গরম করে নিতেও দেখা গেলো । বেলা বাড়লেও রোদের দেখা নেই বললেই চলে।