|
---|
নিজস্ব সংবাদদাতা : নেই পর্যাপ্ত সিএনজি৷ তাই পরিবেশবান্ধব বাস চালাতে গিয়ে হোঁচট খাচ্ছেন বাস সংগঠনের প্রতিনিধিরা৷ দিনে যাত্রী নিয়ে চার বার বাস চালাতে চেয়ে, থামতে হচ্ছে দুটি ট্রিপেই। আর বাকি সময়ের লম্বা লাইন হচ্ছে সিএনজি জোগাড়ের জন্য, এমনটাই অভিযোগ বাস মালিকদের। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, প্রতিদিন ৩৬ কেজি গ্যাস লাগে অথচ সেই পরিমাণ গ্যাস মিলছে না। ফলে ট্রিপ কমছে৷
শহর কলকাতা জুড়ে পরিবেশবান্ধব বাস চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার৷ দূষণমুক্ত পরিবেশ গড়তে পরিবেশবান্ধব যানবাহনের উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছিলেন পরিবহণ মন্ত্রী। পাঁচটি পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন হয় নিউটাউনে। নিউটাউনের সাপুরজি বাস টার্মিনাল থেকে বাসগুলি উল্টোডাঙা পর্যন্ত যাওয়ার কথা। আপাতত পাঁচটি বাস রাস্তায় নামলেও খুব তাড়াতাড়ি আরও ১৫টি বাস রাস্তায় নামানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ৩১ সিটের শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলির ভাড়াও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই। সরকারি বাসের মতো ২০, ২৫ ও ৩৫ টাকা দিয়েই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।গত ১৭ মে সাপুরজিতে ইকো ফ্রেন্ডলি বাসের উদ্বোধন করেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ সংস্থার ডিরেক্টর রাজনবীর সিং কাপুর,পরিবহণ সচিব, রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, এনকেডিএর সিইও অনিমেষ ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।সংস্থার সাধারণ সম্পাদক টিটো সাহার দাবি, “সিটি সাব-আর্বান বাস সার্ভিসের উদ্যোগে এই বেসরকারি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সর্বপ্রথম নিউটাউনে চালু হল৷ এই বাসগুলি সাপুরজি থেকে কারিগরি ভবন, নারকেল বাগান, সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার ওয়ান, হাডকো মোড় হয়ে উল্টোডাঙা বাস ডিপো পর্যন্ত যাবে। সেখানে সরকারি বাস ডিপোর বন্ধ থাকা ১৫ নম্বর রুটের চ্যানেলে জায়গা দেওয়া হয়েছে এই নতুন বাসগুলিকে।” এদিন বাস মালিকদের হাতে পারমিটের কাগজ তুলে দেওয়া হয়। এই অত্যাধুনিক বাসগুলি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। উদ্বোধন করেন তৎকালীন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম৷সূত্রের খবর, পরিবেশবান্ধব গাড়ি চালানোর জন্য পরিবহণ দফতর থেকে দু-হাজার বাসের বরাত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু লিথিয়াম ব্যাটারির অভাবে বাস প্রস্তুতকারক সংস্থা চাহিদা মতো গাড়ি সরবরাহ করতে পারছে না। আপাতত ১১৮০ টি গাড়ির বরাত দেওয়া হয়েছে। যেগুলি আগামী এক বছরের মধ্যে শহর কলকাতায় দাপিয়ে বেড়াবে। সেটার সূত্রপাত হল নিউটাউন থেকে। এ ধরনের গাড়ির উৎসাহ দিতে রাজ্য সরকার ব্যাপক কর ছাড় দিয়েছে বলেই জানা গিয়েছে।