|
---|
সেখ আব্দুল আজীম : ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আশর বসেছিল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় অংশ নেয় জাপান ক্যারাটে ইন্ডিয়ার ৩৬ জন প্রতিযোগী। এদের মধ্যে সাউথ ডিভিশন প্রেসিডেন্ট , স্টেট সেক্রেটারি শিহান সেবাশিষ দাসের কোচিং থাকা ১৭ জন প্রতিযোগীর সবাই মেডেল পেয়েছেন। ৯ টি গোল্ড, ৯ টি সিলভার, ১১ টি ব্রোঞ্জ পেয়েছে । ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি মোট ১৩ টি দেশের প্রতিনিধিরা ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। শিহান শিবাশিস দাস বলেন , আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে আমার ১৭ জন স্টুডেন্ট অংশগ্রহণ করে ছিল, তারা প্রত্যেকে মেডেল পাওয়ায় আমি খুশি। আগামী দিনে আরও ভাল প্রশিক্ষণ দিয়ে জাপান ক্যারাটে ইন্ডিয়ার সাউথ ডিভিশন আরও বেশি পদক আনার লক্ষ্য রয়েছে। বাচ্ছাদের পদক জয়ে খুশি তাদের পরিবারের লোকজনেরা ।৫ম ডান ব্লাকবেল্ট প্রাপ্ত শিহান সেবাশিষ দাসের কোচিংএ খুশি গোল্ড, সিলভার মেডেল প্রাপ্ত প্রতিযোগী প্রিয়ানশু দাশ।