|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : রাজ্যে লকডাউনে কড়াকড়িতেও থাকছে ছাড়! আজ ফের একটি নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। যেখানে সাধারন মানুষের স্বার্থে আরও কয়েকটি পরিশেবায় ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার।
শনিবার অর্থাৎ আজ জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আংশিক লকডাউনেও খোলা থাকবে টেলিকম, বৈদ্যুতিন সরঞ্জামের দোকান। কোনও বাধা থাকবে না সবজি, মাংস, মিষ্টি ও দুধের দোকান খোলায়, এবং দুধ সরবরাহে। পরিবহণ সংক্রান্ত যাবতীয় তথ্যকেন্দ্র খোলা থাকবে ।
এছাড়া গতকালের বিজ্ঞপ্ততে যেখানে বিয়ে বাড়ি সহ সমস্ত অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, আজ তাতে ছাড় এনে জানানো হয়েছে ৫০ জন নিয়ে করা যাবে বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠান। তবে স্যানিটাইজার এবং কঠোর বিধি নিষেধ মেনে পালন করতে হবে অনুষ্ঠান।