|
---|
রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন এন পি আর কোনো কাগজ লাগবে না
নতুন গতি,ওয়েব ডেস্ক: দেশ জুড়ে এন পি আর নিয়ে আন্দোলন চলছে।কিন্তু তবুও মোদি সরকার বার বার বলেছে যে যেকোনো পরিস্থিতিতে এন পি আর,সি এ এ,এন আর সি করবো।এদিন রাজ্যসভায় বক্তব্য দিতে উঠে বললেন যে এনপিআর ফর্মে বাবা-মায়ের জন্মতারিখ, জন্মস্থান উল্লেখ করার কলাম নিয়ে দেশজোড়া বিতর্ক হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলগুলি একহাত নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকারকে। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই বিতর্কের অবসান ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এনপিআর প্রক্রিয়ায় কোনও নথি লাগবে না। যদি আপনার কাছে কোনও নথি না থাকে, তাহলে তা জমা দিতে হবে না’। পাশাপাশি তিনি এও বলেন, ‘এরজন্য কাউকেই সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হবে না’।তিনিও প্রকাশ্য জনসভায় দাবি করেছিলেন এনপিআর প্রক্রিয়ায় কোনও নথিপত্র দেখাতে হবে না। ওই কলাম আবশ্যিক নয়। এবার খোদ রাজ্যসভায় দাঁড়িয়ে সমস্ত বিতর্কের অবসান করলেন কেল্দ্রের বিজেপি সরকারের নম্বর টু অমিত শাহ। তিনি বলেন, ‘এনপিআর আপডেটের জন্য কোনও নথি জমা দিতে হবে না। যদিও এর আগে অমিত শাহর দফতরের মন্ত্রী নিত্যানন্দ রাই এই প্রসঙ্গে একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অসম বাদে দেশের প্রত্যেক রাজ্যে এনপিআর প্রক্রিয়ার কাজ চলবে। পাশাপাশি তিনি এও বলেছিলেন, নাগরিকত্ব নিয়ে কোনও ভেরিফিকেশন করা হবে না। তবে কেই যদি চান তবে আধার কার্ডের তথ্য স্বেচ্ছায় দিতে পারেন। এনআরসি, সিএএ ও এনপিআর ইস্যুতে গোটা দেশ যখন উত্তাল তখন রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বিবৃতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।