স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্ঘটনাগ্রস্ত দুস্থ পরিবারের হাতে অর্থ প্রদানে “পিওরʼʼ

মসুর রহমান, উস্থি : মগরাহাট ১নং ব্লকের শেরপুরে অবস্থিত ইউনাইটেড পাওয়ার ফর রুরাল এমপাওয়ারমেন্ট (PURE) ইতিপূর্বে আমফান, কোরনা, ইয়াস এর মত একাধিক বিপর্যয় ছাড়াও সর্বদায় ছোটো থেকে বড়ো সকল সমাজসেবামূলক কাজ একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকা থেকে শুরু করে শহরতলিতে করেছে।যা সোশ্যাল মিডিয়ায় দৌলতে অনেকেই দেখেছেন। বিগত বছরের স্বাধীনতা দিবসের দিনে তারা এলাকার দুস্থ মেধাবীদের সহযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান করে যেমন জনমানসে প্রশংসনীয় হয়ে উঠেছিল, এ বছরও একই দিনেই অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ ও পথ দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এক অসহায় ব্যাক্তির চিকিৎসার দায়িত্বে থাকা ব্যাক্তির হাতে তার উন্নত চিকিৎসার জন্য বেশ কিছু অর্থ তুলে দেয়।যেহেতু ঐ রোগী হসপিটালে ভর্তি আছে।

    এতে ঐ পরিবার ও গ্রামবাসীরা সংগঠনটির উপর সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘায়ু কামনা করে বলে এমনি করে তারা আগিয়ে চলুক ও সর্বদায় মানুষের সুখ দুঃখে যেন এইভাবে পাশে থাকে।

    দুস্থ পরিবারের হাতে অর্থ তুলে দেওয়া নিয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি আফতাপ উদ্দিন ও সম্পাদক ইনামুর রহমান বলেন “বিগত দিনে আমাদের সদস্যদের যৌথ উদ্যোগে আমরা সহযোগিতামূলক সৃষ্টিকর্তার ইচ্ছায় ছোট বড়ো অনেক প্রোগামের সাক্ষী হতে পেরেছি। আজও এটা তেমনই একটি ঘটনা । এই খবরটা কয়েকদিন পূর্বে আমরা সংগঠনের স্থানীয় সহযোগি বন্ধুদের মাধ্যমে জানতে পারার পর আমাদের পেজে সোশ্যাল মিডিয়ায় প্রথমে শেয়ার করি। এরপর বিগতদিনের ন্যায় আমাদের শুভাকাঙ্ক্ষীরা যে অর্থ দিয়েছে তা সকালে পতাকা উত্তোলনের পর বিকালে ঐ পরিবারের হাতে স্বাধীনতা দিবসে তুলে দিলাম চিকিৎসার জন্য । এই ভাই কে সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষে এবছর কোনো বিশেষ অনুষ্ঠান কর্মসূচি রাখা হয়নি,যাতে করে যথাসম্ভব বেশি অর্থ আমরা তুলে দিতে পারি। এছাড়া আগামী দিনে আমরা সকলের সহযোগিতার মাধ্যমে বিপদে এইভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চায়ʼʼ ।।