বসন্ত উৎসবের উদ্বোধনের দিন লাহিড়ী বাবার আশ্রমে তাদের নিজস্ব পূজনীয় দেবতাদের আরাধনা করা হয়

নিজস্ব সংবাদদাতা : চুঁচুড়ার রাজহাটে লাহিড়ী বাবার আশ্রমে দলের একদিন আগে থেকে আয়োজিত হয়েছিল বসন্ত উৎসব। বসন্ত উৎসবের উদ্বোধনের দিন লাহিড়ী বাবার আশ্রমে তাদের নিজস্ব পূজনীয় দেবতাদের আরাধনা করা হয়। সেখানকার পুরোহিতরা তাদের পূজনীয় দেবতাদের পালকি করে নিয়ে এসে পূজা আরাধনা করেন। ধুপ, ধুনো, প্রদীপ জ্বেলে আরতির মাধ্যমে পূজা হয়। পূজা শেষ হয়ে গেলে আবার পালকি করে তাদের দেবতাদের নিজস্ব নিজস্ব প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়া হয়।পূজা শেষ হয়ে যাবার পর পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঞ্চ প্রদীপ জ্বালা হয়ে গেলে জেলা সভাধিপতি মহাশয় বলেন, তিনি আপ্লুত এই বসন্ত উৎসবে আসতে পেরে। তিনি বলেন, হুগলি জেলার চুঁচুড়ায় রাজহাট লাহিড়ী বাবার আশ্রমে আসলেই মনটা ভালো হয়ে যায়। বসন্ত উৎসবের জন্য এই আশ্রমে দুই দিন ব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এর মধ্যে হুগলির বিভিন্ন পৌরসভায় শপথ গ্রহণ চলছে। তার মধ্যে থেকে সময় করে এই অনুষ্ঠানে এসে বেশ ভালো লাগছে। তিনি আরো জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মানুষ মারামারি হানাহানি, এই সমস্ত কিছু মানুষের উৎসব এর রং কে ফিকে করে দিচ্ছিলো। এরই মধ্যে বসন্ত উৎসব মানুষের মধ্যে একটু প্রাণ সঞ্চার করছে।এদিন লাহিড়ী বাবার আশ্রমে আবির উড়িয়ে নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের।