রানীনগর থেকে জঙ্গী সন্দেহে গ্রেপ্তার হওয়া আব্দুল মোমেন সম্পর্কে পরিবার এবং এলাকাবাসীর সম্পূর্ণ ভিন্নমত শোনা যাচ্ছে

নতুন গতি নিউজ ডেস্ক: NIA এর থাবা আবারো মুর্শিদাবাদের রাণীনগরের নজরানার মোল্লাপাড়াই । একের পর এক চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে রানীনগর থেকে । কইদিন আগেই Nia জঙ্গী সন্ধেহে রাণীনগরের কালিনগর থকে দুইজনকে গ্রেফতার করেছিল । তার পরেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে গোধনপাড়াই চললো বোমাবাজি । আজ আবারো রাণীনগরের নজরানা মোল্লাপাড়া থকে জঙ্গী সন্দেহে গ্রেফতার করলো আব্দুল মমিন মন্ডল নামের এক মাদ্রাসার শিক্ষককে ।

    আবদুল মোমিন পেসাই মাদ্রাসার শিক্ষক । দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে মাদ্রাসা এবং মসজিদ থেকে পাওয়া সামান্য বেতন দিয়েই চলতো সংসার।বাড়ি ঘর ঠিকঠাক করার জন্য ভাই বোনদের কাছ থেকে এবং 80 হাজার মতো টাকা লোন নিয়ে কোনো মতে বাড়িটা বানিয়েছিল।সাদামাটা চরিত্রের লোক ছিল আবদুল মোমিন , সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যাবহার করলেও এখনো তার কাছে সুইচ ওয়াল মোবাইল ই ছিল মোমিনের কাছে।এইরকম একজন ব্যাক্তি কিভাবে কোনো জঙ্গী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারে এমনটাই দাবী এলাকাবাসীর।