|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, নদীয়া;একই রাতে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র সহ পরপর ৪ টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরে সূত্রের খবর,মঙ্গলবার গভীর রাতে শান্তিপুরের গলায়দড়ি বটতলা এলাকায় পরপর চারটি দোকান ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে একইভাবে অভিনব পদ্ধতিতে শাটার খোলে দুষ্কৃতীরা।অভিযোগ, প্রতি দোকান থেকেই কমবেশি নগদ টাকা, বিক্রয় যোগ্য দ্রব্য চুরি করে। যার মধ্যে , একটি মুদিখানা দোকান থেকে, সাবান ও নগদ অর্থ, জেরক্স এর দোকান থেকে কাজ ভেঙে জেরক্স মেশিন নিয়ে যাবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়, জামা কাপড়ের দোকান থেকে ৪০০০০ টাকা টাকা মূল্যের জামদানি শাড়ি এবং চুরিদার চুরি যায় বলে অভিযোগ করেন বলেই বিভিন্ন দোকানের মালিক শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয়। দুটি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের ল্যাপটপ এবং নগদ অর্থ নিয়ে যায়, কিবোর্ড পড়ে থাকে দোকানের সামনে। অন্য আরেকটি ব্যাংকের নগদ অর্থ না থাকায় সেখানেও অফিসের ব্যবহার্য্য বেশ কিছূ দ্রব্যাদি চুরি যায় বলেই শান্তিপুর থানায় অভিযোগ জানান ওই দুই ব্যাংকের শাখা ব্যবস্থাপক।
বুধবার সকালে স্থানীয় মানুষজন প্রাতঃভ্রনের সময় লক্ষ্য করেন প্রায় প্রত্যেক দোকানের শাটার একটু করে খোলা রয়েছে। দু’একজন দোকান মালিক কে ফোন করে জানালে তারা উপস্থিত হয়ে দেখেন ক্ষয়ক্ষতির পরিমাণ। এরপর শান্তিপুর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এহেন একই রাতে পরপর চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এলাকায় রাতে পুলিশি টহলদারির দাবি জানিয়েছে, এবং দুষ্কৃতীদের ধরতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।