সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের

নিজস্ব সংবাদদাতা:দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুনি পর্যটন কেন্দ্রের সমুদ্রে তলিয়ে মৃত্যু হল এক পর্যটকের। মৃত ২৩ বছরের সন্দীপ সাউ উল্টোডাঙার মুরারিপুকুরের বাসিন্দা। আজ বেলা ১১ টায় তিন বন্ধু মিলে মৌসুনি পৌঁছায়। দুপুরে তিন বন্ধু সমুদ্রে স্নান করতে নামেন। এরমধ্যে সন্দীপ তলিয়ে যায়। বন্ধুরা বুঝতে পেরে চিৎকার জুড়ে দেন। আশেপাশের মানুষরা চলে আসেন। কিছুক্ষণ পর সমুদ্র থেকে সন্দীপকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর ব্লক হাসপাতালে। চিকিৎসকরা সন্দীপকে মৃত ঘোষণা করেন। সন্দীপ ও দুই সঙ্গী মত্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। মৃত দেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।