বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে ক্যানিং মহকুমার সমস্ত ব্যাঙ্ক নিয়ে সিকিউরিটি মিটিং

জাহির হোসেন মন্ডল : ক্যানিং মহকুমার সমস্ত কয়টি ব্যাঙ্ক গুলিকে নিয়ে আজ বিস্তারিতভাবে সিকিউরিটি মিটিং হয়ে গেলো ক্যানিং থানাতে। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার তরফে অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু, আইপিএস, মহকুমা পুলিশ অফিসার দিবাকর দাস এবং আই সি ক্যানিং আতিবুর রহমান। অন্যদিকে ব্যাঙ্কগুলির তরফে ক্যানিং, গোসাবা, বাসন্তী, সুন্দরবন উপকূল থানা, জীবনতলা ও ঘুটিয়ারি থেকে আগত রাষ্ট্রায়ত্ত, সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার ও অন্যান্য অফিসার হাজির ছিলেন।

    পুলিশের তরফ থেকে উপস্থিত ব্যাঙ্কের প্রতিনিধিদের সাইবার ফ্রড, এ টি এম ফ্রড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার পদ্ধতি বিষয়ে বলে দেওয়া হয়। ব্যাঙ্কে আগত সমস্ত ব্যক্তিদের সঠিক পরিচয়পত্র চেকিং করবার ব্যাপারে দেওয়া হয় নির্দেশ। ব্যাঙ্কের রেমিটেন্স নিয়ে চলাফেরা করার ব্যাপারে সতর্কতা নিতে বলা হয় সবাইকে। স্থানীয় পুলিশকে সাথে নিয়ে নিয়মিতভাবে এরপর থেকে চলবে সিকিউরিটি অডিটও।