|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “এবার আফগানিস্তানে শক্তিবৃদ্ধি করছে আইএস আর সেটাই আমেরিকার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে” এমনটাই দাবি করছেন প্রেসিডেন্ট ইউএস জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মার্ক মাইলি।
এই বিষয় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের উপস্থিতিতে মার্কিন সেনেটে বিবৃতি দেন জেনারেল মাইলি। তিনি বলেন “আফগানিস্তানে শক্তি সংগ্রহ করতে নেমে পড়েছে ইসলামিক স্টেট ও অন্য জেহাদি সংগঠনগুলি। তবে তারা এখনও পর্যন্ত সেই অর্থে সফল হয়নি। এবং আমেরিকার মূল ভূখণ্ডের জন্য বিশেষ ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। তবে জঙ্গিরা যদি হামলার প্রস্তুতি নেয় তাদের কড়া জবাব দেওয়া হবে। এখনও পর্যন্ত আমরা সন্ত্রাসবাদীদের বেশ কয়েকটি আশ্রয়স্থল গুঁড়িয়ে দিয়েছি। কয়েকটি স্কুল ও মসজিদে তারা হামলা চালালেও বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারেনি।”
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে আল কায়দা ও তালিবানকে চ্যালেঞ্জ জানাচ্ছে আইএস। ইসলামের ব্যাখ্যা ও মতবাদ নিয়ে দুই দলের মধ্যে বিবাদ তুঙ্গে।