|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রেস বিজ্ঞপ্তি করে জানায় ২৭আগষ্ট, বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের মেমারি জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম পশ্চিমবাংলার প্রখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি বা অনুমােদনও প্রদান করেছেন । এই প্রতিষ্ঠানে একহাজারেরও বেশি ছাত্র পঞ্চম থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশােনা করে । আরাবী ভাষা, আলকুরআন , হাদীস , ফিকহ , তাফসীরের পাশাপাশি পড়ানাে হয় সরকারি সিলেবাসও। পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের ঐ সমস্ত বিষয়গুলাের সঙ্গে আবশ্যিকভাবে পড়তে হয় মধ্যশিক্ষা পর্ষদের সম্পূর্ণ সিলেবাস । উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের ছাত্রদের ইংরাজি ভাষা ও কম্পিউটারের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে । উচ্চমাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক হয়ে আসা ছাত্রদের জন্য আছে ছয় বছরে আলেম হওয়ার বিজ্ঞানসম্মত কোর্স । অন্ধছাত্রদের বিভাগও আছে । তাদেরকে আলকুরআন , বাংলা , ইংরাজি ও অঙ্ক শেখানাে হয় ব্রেইল পদ্ধতিতে । আলকুরআনের হাফেজ ছাত্রদের জন্য বিজ্ঞান পড়ার এবং কলেজ ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নেবার আকর্ষণীয় কোর্সও এখানে আছে । হাফেজ ছাত্ররা সরাসরি নবম শ্রেণিতে ভর্তি হয় । পরের বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগে এখানেই পড়াশােনা করে । তারা ইনজিনিয়ার হচ্ছে বা অন্য বিভাগে গ্রাজুয়েট হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে । হাফেজ ইমতিয়াজ বৈদ্য এখান থেকে পড়ে আজ অ্যারােনটিক্যাল ইনজিনিয়ার হয়েছে । হাফেজ সিরাজুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ – এ ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেলুড় রামকৃষ্ণ ইউনিভার্সিটিতে পি এইচ ডি বা ডক্টরেট করছে । গত কয়েক মাস প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় পঠন পাঠনও সম্পূর্ণ বন্ধ ছিল । গত ২৫ শে অগাস্ট অ্যাকাডেমিক কাউন্সিল এবং ম্যানেজমেন্টের সদস্যদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে , যেহেতু প্রতিষ্ঠানগুলি কবে খুলবে বা পরিস্থিতি কবে আবাসিকদের জন্য স্বাভাবিক হবে তা জানা যাচ্ছে না , তাই অনলাইন ক্লাস শুরু করা হবে ( ইনশা – আল্লাহ ) । নতুন কোন ছাত্র এবছর ভর্তি করা হবে না । তবে পুরাতন ছাত্রদের পড়াশােনার যাতে আর ক্ষতি না হয় তার জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । এ ব্যাপারে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে । ছাত্রদেরকে নির্দেশ দেওয়ারও কাজ শুরু হয়েছে । তারা যেন তাদের হােয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত ফোন নাম্বার জামিয়া অফিসে নথিভুক্ত করে । নিম্নে উল্লিখিত ফোন নাম্বারে তারা যােগাযোগ করবে । ছাত্ররা যেহেতু পশ্চিমবাংলা ছাড়া অন্যান্য রাজ্যেও আছে তাই এই অনলাইন পঠন – পাঠনের মাধ্যমে তারা যথেষ্ট উপকৃত হবে বলে আশা করা হচ্ছে । তাছাড়া ‘ অল বেঙ্গল বিফাকুল মাদারিস’সংগঠনের সদস্য আছেন প্রায় ৬৮৪ টি মাদ্রাসা । বিভিন্ন জেলার এই প্রতিষ্ঠানগুলিকেও প্রধান কার্যালয়ের সঙ্গে যােগাযােগ করতে অনুরােধ জানানাে হচ্ছে । তাঁরা স্বতন্ত্রভাবে অনলাইন ক্লাস চালাতে আমাদের সবধরণের সহযােগিতা পাবেন । আমাদের লক্ষ্য হলাে ছাত্রসমাজ যেন পড়াশােনা থেকে বিচ্ছিন্ন না হয় এবং তারা যেন প্রতিষ্ঠান তথা তাদের সম্মানীয় শিক্ষক ও অধ্যাপকদের সঙ্গে সংযুক্ত থাকে । ছাত্ররা এই নাম্বার দুটিতে যােগাযােগ করবে : 9732315137 / 7074729789
ধন্যবাদসহ, কারী শামসুদ্দীন আহমাদ প্রিন্সিপ্যাল জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম