|
---|
নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ ২৬ আগষ্ট
রেনেশাঁশ নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে ক্লান্ত ও ক্ষুধার্থ শ্রমিকদের মধ্যাহ্নভোজন করানো হয়েছে সোমবার।
এদিন দুপুর উত্তর কলকাতার নিমতলা ঘাটে কর্তব্যরত প্রায় ৩৫০ জন শ্রমিককে মধ্যাহ্নভোজন করানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার সায়নী ভট্টাচার্য্য। সামাজিক দুরত্ব বিধিকে মান্যতা দিয়ে লাইন করে সুষ্ঠ ভাবে তাদের মাঝে আহার প্রদান করানো হয়েছে বলে দাবী সংস্থার।
উল্লেখ্য, করোনা সূত্রপাতে বিভিন্ন দেশের সাথে ভারত ও রাজ্য পশ্চিমবঙ্গেও ঘোষনা হয়েছিল লকডাউনের। প্রতিহত ছিল সকল শাসকের উদ্দ্যেশ্য। লকডাউন সমর্থন করলেও দরিদ্র পরিবার গুলির রুজি রোজগারে পড়েছিল ভাটা।
বিভিন্ন অবস্থান দরিদ্র অসহায় পরিবার গুলির পাশে দাড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তার মধ্যে একটা অংশ কলকাতার রেনেশাস গ্রূপ।আমপান সহ অনেক সময়ের বিপর্যয়ে এই সংস্থাটি মানূষের পাশে দাড়িয়েছে বলে দাবী করছেন ওই সংস্থার সদস্যরা।
সংস্থার কর্ণধার সায়নী ভট্টাচার্য্য অবশ্য বলেন, আপদে মানুষ মানুষের পাশে দাড়ায়। আমরাও পাশে দাড়িয়েছি। আগামী দিনেও এই প্রচেস্টা থাকবে বলে তিনি বলেন। তাদের মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সমাজের একাংশ।