|
---|
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের সব জেলার জেলা ও মহকুমা আইনী পরিষেবা কতৃপক্ষ এর দফতরে কর্মরত কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা হলো হুগলীর সিঙ্গুরে। সংগঠনের আভ্যন্তরীণ পদাধিকারী নির্বাচন, জেলা ওয়ারী কো- অর্ডিনেশন কমিটি গঠন, সংগঠনের আগামী রুপরুখা, কোন কর্মচারীর সঙ্গে কোন অবিচার হলে তার প্রতিকারের পথ সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। রাজ্যের সমস্ত জেলার জেলা ও মহকুমা আইনী পরিষেবা কতৃপক্ষের দফতরে কর্মরত সমস্ত কর্মচারীরা অংশগ্রহন করেন।
সংগঠনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, আমরা সাধারন মানুষকে বিনামূল্যে আইনী পরিষেবা দেবার কাজটি করে থাকি। ফ্রী লিগ্যাল এইড, ভিকটিম কমপেনসেশন সহ নানান মানবাধিকার রক্ষার্থে লিগ্যাল সার্ভিসেস অথরিটি কাজ করে। সাধারন মানুষের পরিষেবা দিতে আমরা যথাসাধ্য চেষ্টা করি। আজ সারা রাজ্যের সব জেলার কর্মচারীদের নিয়ে এই সাংগঠনিক সভা হয়। জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সঙ্গে রাজ্য ও কলকাতা হাই কোর্ট আইনী পরিসেবা কতৃপক্ষের কর্মচারীরাও অংশ নেন এই সভায়।