|
---|
সংবাদদাতা: আল কোরআন একাডেমীর লন্ডন এর সহযোগিতায় মাইনান সেবা সংগঠনের পরিচালনায় বিক্রমপুর সেবা সংঘের ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার বিক্রমপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে আল কোরআন শরীফ বিতরণ ও সম্প্রীতি সভা। এই অনুষ্ঠানে প্রায় ১৫০ এর বেশি ধর্ম গ্রন্থ আল কুরআন শরীফ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মোঃ রাকিব মন্ডল। মাইনান সেবা সংগঠনের সম্পাদক শেখ মনিরুদ্দীন ও সভাপতি শেখ নাজির হোসেন। জয়রাম বাটির মহারাজ স্বামী কৃপা নন্দ জী, জয়পুর থানার মুসলিম মেরেজ রেজিস্টার হাফিজুল কাজী এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে নূর মোহাম্মদ আলী খান। আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে কোরআন ও হাদিসের আলোকে জীবন যাপন করার পরামর্শ দেন। এই মহতি অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী মানুষজন উপস্থিত ছিলেন।