পূবসাম এর রাখী বন্ধন ও বৈঠকী আলাপন

রোদ্দুর ইসলাম: মেমারি : ৩০ আগষ্ট, পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে সম্প্রতি জন্ম নেওয়া পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চ(পূবসাম) এর উদ্যোগে আজ বুধবার ৩০ আগষ্ট বৈকালিক এক ঘরোয়া পরিবেশে রাখী বন্ধন ও আলাপন অনুষ্ঠিত হয়।সংস্থার বোনেরা ভাইদের হাতে রাখী বেঁধে দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে পূবসাম এর জন্মলগ্ন থেকেই একসাথে চলার পথ কে দৃঢ়ভাবে বেঁধে দিলেন। আগামী ৮ অক্টোবর রবিবার মেমারি তে সারাদিন ব্যাপী এক সাহিত্য সভা এবং পূবসাম এর সাহিত্য কর্মের প্রথম নিদর্শন সুসমন্বয় পত্রিকার প্রকাশ অনুষ্ঠান টির বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে দিক নির্ণয় করা হয়। সংস্থার সম্পাদক সন্দীপ রায়, সভাপতি শুভাশিস মল্লিক, কোষাধ্যক্ষ দেবযানী রায়চৌধুরী সহ সুরমান আলি মল্লিক, আঞ্জুমানোয়ারা আনসারী,মিলি বিশ্বাস, পায়েল শেঠ, কমলেশ মন্ডল, সুদীপ্ত মণ্ডল, সেখ আজমত হক, ব্রততী ঘোষ আলি, কবিতা বসু, শিবানী চৌধুরী, মৌসুমী ভান্ডারী, অপূর্ব সু,সত্যরঞ্জন বিশ্বাস, পার্থ ধোলে, শাহনেওয়াজ মল্লিক,অরিত্র রায় এবং সুফি রফিক উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।