যুগ সাগ্নিক এর যত দূর বাংলা ভাষা -কবিতা উৎসব

সুফি রফিক উল ইসলাম: মেমারি: ২৯ আগষ্ট,এক অভিনব কবিতা উৎসব প্রায় এক পক্ষকালব্যাপী গতিশীল যুগ সাগ্নিক পত্রিকার পরিচালনায়। সম্পাদক প্রদীপ গুপ্ত এক অনন্য আয়োজন করে চলেছেন। ২৭ আগষ্ট রবিবার গঙ্গাবক্ষে লঞ্চযাত্রার মধ্য দিয়ে যার শুভ সূচনা হয় এবং পরিসমাপ্তি ঘটবে ৬ সেপ্টেম্বর বুধবার। জানা নেই প্রায় পক্ষকালব্যাপী কোনো কবিতা উৎসবের আয়োজন ইতিপূর্বে ঘটেছে কিনা।সময় শেষ কথা বলবে।যুগ সাগ্নিক কর্ণধার প্রদীপ গুপ্ত তাঁর সহযোগী বিভিন্ন জেলার সম্পাদক মন্ডলী কে সঙ্গে নিয়ে যে আয়োজন করেছেন তার ব্যাপক সাড়া ফেলেছে। ১২ টি জেলায় যুগ সাগ্নিক এর শাখা পত্রিকা অথবা ট্যাবলয়েড এর মাধ্যমে ইতিমধ্যেই প্রসারিত এবং পরিচিত। জানা যায় এই ১২ দিনের সংস্কৃতি যজ্ঞে প্রায় ষোলো শত (১৬০০) সাহিত্য ও সংস্কৃতি বন্ধু জড়িত হয়েছেন। এই মহতী উৎসবের এ ও এক অনন্য ইতিহাস। তৃতীয় দিনের আজকের অনুষ্ঠান কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ মঞ্চে অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন দিনে সল্টলেক ঐকতান মঞ্চ, রোটারি সদন, রোটারি ভবন প্রিন্স আনোয়ার শাহ রোড, কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল, নলিনী গুহ সভাঘর, EZCC এর নাটঘর, কোন্নগর রমেন্দ্র লাইব্রেরি প্রভৃতি বিভিন্ন স্থানে বারো দিনের সাহিত্য ও সংস্কৃতির এই মহতী রাজসূয় যজ্ঞ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।