|
---|
নিজস্ব সংবাদদাতা: এক লক্ষ আরশোলা সমেত আটক এক মহিলা, গল্প নয় একেবারে সত্যি ঘটনা। ওই মহিলা নিজেকে পশুপ্রেমী বলে দাবি করে। মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল জোর করে সে পশুপাখিদের আটকে রেখেছে। ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ ওই মহিলার বাড়িতে বিশেষ অভিযান চালায়। উদ্ধার করে এক লক্ষ আরশোলা, তিনটি সাপ, এছাড়া পাখি, খরগোশ সহ আরো অন্য কিছু প্রাণী। মহিলার বিরুদ্ধে অভিযোগ ছিল জোর করে সে আটকে রাখতো পশু পাখিদের, এখানেই শেষ নয় একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আটকে রাখা হতো পশু পাখিদের। দুর্গন্ধযুক্ত পরিবেশ এতটাই ছিল, যে বিশেষ জামাকাপড় পড়ে পুলিশ কর্মীরা অভিযান চালায়।