সংগঠিত ছাত্রছাত্রী ও গবেষক মঞ্চ’ এর একগুচ্ছ দাবিতে পদযাত্রা

জাকির হোসেন সেখ, ২৩ সেপ্টেম্বর কলকাতা: আলিয়া, পঞ্চানন বর্মা, নর্থবেঙ্গল, রায়গঞ্জ, গৌড়বঙ্গ, বর্ধমান, যাদবপুর, বিদ্যাসাগর ইত্যাদির মতো বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের রিসার্চ স্কলার ও ছাত্রছাত্রী যাঁরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং কলেজ সার্ভিস কমিশনের ভবিষ্যত নিয়ে চিন্তিত ছাত্রছাত্রী, NET/SET পরিক্ষায় পাশ করার জন্য মুখিয়ে থাকা মাস্টার্স স্টুডেন্টস, পিএইচডি, কলেজে অধ্যাপনা করার যোগ্য প্রার্থী, অধ্যাপক হ‌ওয়ার শর্ত অনুযায়ী নুন্যতম কোয়ালিফিকেশন থাকা প্রার্থীদের সংগঠন “ইউনাইটেড স্টুডেন্টস এন্ড রিসার্চ স্কলার এ্যাসোসিয়েশন” বা “সংগঠিত ছাত্রছাত্রী ও গবেষক মঞ্চ” তাঁদের একগুচ্ছ দাবিতে ২৩ সেপ্টেম্বর সোমবার পদযাত্রা করেন। দুপুর ১২ টায় শিয়ালদার বিগ বাজারের সামনে থেকে মিছিল শুরু হয়ে বেলা ২ টো নাগাদ পার্ক সার্কাসের আলিয়া ইউনিভার্সিটির পাশে লেডি ব্র্যাবোন কলেজের কাছে শেষ হয়।

    মিছিলে ছাত্র-ছাত্রীদের হাতে ছিল দাবি সম্বলিত পোস্টার। মুখে ছিল স্লোগান উই ওয়ান্ট জাস্টিক।
    ভারতীয় সংবিধানের সংরক্ষণ নীতি (sc/st/obc/ph/ews) মেনেই কলেজের চাকুরীতে নিয়োগ, CBCS নিয়ম মেনে কলেজে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপকদের কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে এ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ, UGC নিয়ম মেনে স্থায়ী অধ্যাপক পদে নিয়োগ, CSC মেনে স্থায়ী পদ পুরণ, অস্থায়ী অধ্যাপকদের বাড়তি সুবিধা বাতিল, UGC মেনে অতিথি অধ্যাপকদের পারিশ্রমিক ধার্য্য, UGC কোয়ালিফিকেশন না থাকাদের নিয়োগ না করা, CSC মেধা তালিকায় প্রাপ্ত নম্বরের উল্লেখ, অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ না করার মতো দাবিতেই হয় এই পদযাত্রা।