|
---|
নিজস্ব সংবাদদাতা : সরকারকে ফসলের লাভজনক দাম দিতে হবে।গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও এই স্লোগান কে তুলে ধরে রাজ্য জুড়ে সারা নভেম্বর মাস বুথে বুথে পদযাত্রা শুরু হয়েছে। হাওড়া জেলার শ্যামপুর 2 নম্বর ব্লকের আমড়দহ অঞ্চলে ১৮ ও ১৯ শে নভেম্বর পদযাত্রার আয়জন করা হয়।বিভিন্ন দাবি গুলিকে সামনে রেখে শনিবার দ্বিতীয় দিন গণসঙ্গীতের মাধ্যমে সকালে নাওদা দক্ষিণ পাড়া বট তলা থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা নাওদা, মণিরামপুর, জামিরা, বড়ো ঘুঘুবেশিয়া, সীতাপুর গ্রাম পরিক্রমা করে নাওদা তে দুপুরে বিরতি নেয়।এরপর বিকালে তাজনগর, ভাতুঘর গ্রাম পরিক্রম করে পদযাত্রা কুলানন্দপুর গ্রামে শেষ হয়। দ্বিতীয় দিনে ও সমর্থক ও কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন।