|
---|
নিজস্ব সংবাদদাতা : চলতি বছরে শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে, প্রতিবছরের মতো এই বছরও দার্জিলিঙে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। ঘুমন্ত বুদ্ধের দর্শনে পর্যটক মহল উৎসাহী। চারিদিকে পরিবেশ জমজমাট। পাশাপাশি আজ থেকে কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত ৯:৩০ এ কাতার বনাম ইকুয়েডরের মাধ্যমে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। প্রতিবার বিশ্বকাপ ফুটবলের সময় সেজে ওঠে শৈল রানী দার্জিলিং। এই বছরও সেজে উঠেছে দার্জিলিং, গোটা দার্জিলিং জুড়ে দেখা যাচ্ছে আলোর ছটা। কেউ নিজের বাড়িতে, কেউ বা রেস্তোরাতে , আবার মঠ গুলিতেও আলো দিয়ে সাজানো হয়েছে। শুধু দার্জিলিং নয় কার্শিয়াং ও কালিম্পং সেজে উঠেছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে। পর্যটকরা দার্জিলিং কার্শিয়াং কালিংপংঙ্গে বসেই বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতে পারবেন।