মালদায় ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধান চাষ।

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা ১৬ই জুলাই। মঙ্গলবার পুরাতন মালদা ব্লকের অন্তর্গত সাহাপুর অঞ্চলের শেকরমা গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের আতমা প্রকল্পের অধীনে কৃষি বিভাগের উদ্যোগে আমন ধান চাষের জন্য ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চাষ শুরু করেছে অর্থাৎ এই ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে চাষীরা ধান রোপন করে প্রচুর লাভের মুখ দেখবে । কৃষি অধিকর্তা আধিকারিক জানান যে , এক বিঘা চাষ করতে চাষিদের বিঘা প্রতি খরচ হতো বারোশো টাকা সেখানে বিঘা প্রতি ৫০০ টাকা কমে সাড়ে ৭০০ টাকা বিঘায় ধানের বীজ রোপন করা যাবে। এছাড়াও কৃষি দপ্তরের পক্ষ থেকে এই মেশিনটি কৃষকরা আবেদন করলে ৫০% ছাড়ে অর্থাৎ সাবসিটি পাবেন বলে জানা গেছে। মেশিনের দাম দু লক্ষ ৮৬০০০ টাকা আর যদি কৃষকরা কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করেলে দাম পড়বে ১ লক্ষ ৪৩ হাজার টাকা এবং এই মেশিন কৃষকরা পেলে নিজের চাষ করার সাথে সাথে পাশ্ববর্তী অন্য চাষীদের ধান চাষ করে প্রচুর মুনাফা লাভ করবে। কৃষি দপ্তরের সহ প্রযুক্তি ব্যবস্থাপক অরিন্দম সিংহ জানান যে এই মেশিনের সাহায্যে ধান চাষ করে কৃষকদেরকে উৎসাহ জানানো হচ্ছে যাতে করে এই মেশিনের মাধ্যমে ধান চাষ করে তারা লাভের মুখ দেখতে পায় এবং পরবর্তীতে কৃষি দপ্তরে আবেদন করে তারা যেন এই মেশিন নিজেরা নিয়ে চাষবাস করতে পারে। এই মেশিনে আজকে চাষ করা হয় সাহাপুর অঞ্চলের শেকরমা গ্রামের মাসুদ রানার জমিতে ,তিনি তার জমিতে আজকে আট বিঘা জমি চাষ করেন এবং তিনি জানান যে এই আট বিঘা জমি চাষ করলে এমনিভাবে তবে তার খরচা বেশি পড়তো এবং সময় লাগতো কিন্তু এই ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপন করে তার সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে।