|
---|
হাসান লস্কর বাবলু, দক্ষিণ চব্বিশ পরগনা : দীর্ঘ সাত বছর যাবত দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি “জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন সোনারপুর হরিনাভির শান্তনু ঘোষাল। আজ স্কুল কমিটি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা জানতে পারেন প্রধান শিক্ষক এই স্কুল থেকে অন্যত্র চলে যাবেন। এই মুহূর্তে স্কুল ছুটি থাকলে ও কয়েক শত ছাত্র ছাত্রী অভিভাবক প্রধান শিক্ষক, কক্ষের সামনে পথ আটকে বসে পড়েন। শান্তনু বাবুর সহকর্মীরা বারে বারে তাঁকে বিশেষ ভাবে অনুরোধ করেন। দীর্ঘদিনের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলানোর দক্ষতা শান্তনু ঘোষালের ছিল ।সর্বদা পরিবেশ পরিস্থিতি তিনি সামাল দিয়েছেন । শান্তনু বাবুর সময়ে ২০১৬ সালে জেলার সেরা বিদ্যালয় বিবেচিত হয়েছিল। পিছিয়ে পড়া সুন্দরবনের এই শিক্ষা প্রতিষ্ঠানটি তিলে তিলে তিনি কলেবরে শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন । আজ এই স্কুল থেকে তিনি অন্য স্কুলে চলে যেতে চাইলে জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষকের পা জড়িয়ে ধরে ও শিক্ষকে করজোড়ে মিনতি করতে থাকেন স্যার আপনি এই স্কুল থেকে অন্যত্র চলে যাবেন না। ছাত্র ছাত্রী ও অভিভাবকদের করজোড়ে মিনতি শিক্ষকের মনে কতটুকু দাগ ফেলতে পারে সেটা দেখার অপেক্ষায়,ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ সহকর্মীদের।