পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইন্দাস চক্র সম্পদের ৫ম বার্ষিক সম্মেলন ইন্দাসে

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস চক্র সম্পদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পরিচালনা ও ব্যবস্থাপনায় ৩ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ইন্দাস রামকৃষ্ণ মিশনের মিনি ইনডোর স্টেডিয়ামে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক শাখা সংগঠন ইন্দাস চক্র সম্পদের পঞ্চম বার্ষিক সম্মেলন-২০২৩ এর সূচনা পর্বে জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি গৌতম গড়াই মহাশয়ের সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।যে সব বিশিষ্ট ব্যাক্তিবর্গ পৃথিবী ছেড়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন ও শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। আমন্ত্রিত বিশিষ্টজনদের সভা মঞ্চে বরণ করার পর স্বাগত ভাষণ দেন সংগঠনের সভাপতি আব্দুল গফ্ফার।প্রদীপ প্রজ্জ্বোলন করেন ইন্দাস চক্র সম্পদের অবর বিদ্যালয়ের পরিদর্শক দেব মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য রাখেন দেব মজুমদার মহাশয়।বিশিষ্ট জনদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ তিনি শিক্ষক, ছাত্র ও শিক্ষা বিষয়ের উপর মনোজ্ঞ আলোচনা করেন। ডি এ বিষয়ে আন্দোলনরত শিক্ষক ও সরকারি কর্মীদের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন যে শুধুমাত্র নিজ নিজ স্বার্থের কথা না ভেবে সামগ্রিক ভাবে সকলেরই কথা মাথায় রাখতে হবে।বিশেষ অতিথি শান্তি নাথ চক্রবর্তী,শান্তি নাথ কোলে ও চন্দন রক্ষিত প্রমুখ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন চক্র সম্পদের এস আই গণ,ইন্দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুব্রত হাজরা ও কর্মাধ্যক্ষগণ,রোল শাখার নেতৃত্বে থাকা শিক্ষক প্রভাস পাল এবং ইন্দাস চক্র সম্পদের অধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক ও শিক্ষিকাগণ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন যথাক্রমে অনিমা চক্রবর্তী,সুদীপ্তা কোলে ও অঙ্কিতা সরকার,ইন্দিরা যশ।সভা মঞ্চ থেকে সংগঠনের নব কমিটির নাম ঘোষণার পর সভার সমাপ্তি ঘোষণা করেন আব্দুল গফ্ফার সাহেব। সভাপতি হয়েছেন আব্দুল গফ্ফার, সম্পাদক পূর্ণেন্দু নন্দী ও কোষাধ্যক্ষ মীর নুরুদ্দিন।