শান্তিপূর্ণভাবে সম্পন্ন পাহাড়ের জিটিএ নির্বাচন

 

    নিজস্ব সংবাদদাতা: সমতলের নির্বাচন মানে মারামারি ,হিংসা তবে পাহাড়ে জিটিএ নির্বাচনে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। একেবারে শান্তিপ্রিয় ভাবে পাহাড়ের সম্পন্ন হলো জিটিএ নির্বাচন। খুশির মেজাজে পাহাড়বাসী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা ঘটেনি বললেই চলে। সকাল থেকেই ছিল ঝির ঝিরে বৃষ্টি, বৃষ্টি মাথায় নিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান অনেকেই।

    দার্জিলিঙে অনেক পর্যটক রয়েছেন বর্তমানে, দক্ষিণবঙ্গের থেকেও বেড়াতে গিয়েছেন অনেকে। তারা রীতিমতো হতবাক, নির্বাচন হচ্ছে অথচ হিংসা মারামারি নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সমতলের চিত্র কিন্তু সম্পূর্ণই আলাদা থাকে। সমতলের নির্বাচন মানে মারামারি, হিংসা ,তর্কাতর্কি । তবে জিটিএ নির্বাচনে এগুলি কিছুই দেখা যায়নি, একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনেক পর্যটক তো সাংবাদিকদের কাছে পাহাড়ে ভোট চলছে এই বিষয়ে জানতে পেরে রীতিমত হতবাক হয়ে পড়েছিলেন, সমতলের নির্বাচনে হিংসা মারামারি দেখতে অভ্যস্ত তারা। পাহাড়ে কিন্তু সেসব কিছুই হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 29 শে জুন নির্বাচনের ফলাফল বের হবে।