বেহালায় ইলেকট্রো হোমিওপ্যাথি সেমিনার

নিজস্ব প্রতিবেদক : ২৬জুন, রবিবার দুপুর ১ টা থেকে ৫টা পর্যন্ত বেহালায় সখের বাজার স্টিলওয়েজ কালি মন্দিরের সন্নিকটে” ইউনাইটেড-অল- বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল প্র্যাকটিশনারর্স এসোসিয়েশন”-এর স্বল্প মূল্যে সাধারণ মানুষ কে চিকিৎসা ও সাংগঠনিক কার্যক্রম সহ ২০/২৫ জন গ্ৰামীন চিকিৎসক এক সেমিনারের আয়োজন করেন। উক্ত সেমিনারে সাংগঠনিক আলোচনা ছাড়াও আগামী দিনগুলোতে সাধারণ মানুষের সুস্বাস্থ্যের প্রয়োজনে কিভাবে স্বল্পমূল্যে তাঁদের সুচিকিৎসা দেওয়া সম্ভব এবং কিভাবে ই বা সরকারের দৃষ্টি আকর্ষণ সম্ভব বিশদভাবে আলোচনা করেন। কথায় বলে সরকারের ১৮ মাসে বছর অর্থাৎ কিনা অত্যধিক শ্লথগতি, কিন্তু এই করোনা কাল বা মহামারী ও সরকারের শ্লথগতি কে এতটুকুও ত্বরান্বিত করে নি! কেন কি শুধু পশ্চিম বঙ্গ ই নয় সারা দেশের এই একই ছবি, অথচ এমন হওয়ার কথা নয়।বিশেষত এই গ্ৰামীন চিকিৎসকরাই দেশের স্বাস্থ্য রক্ষার মেরুদণ্ড, অথচ সবথেকে বেশি অবহেলা অসম্মান এঁদের জন্যই যেন বরাদ্দ করে রাখা থাকে, কখন কোন চিকিৎসকের উপর তা অযাচিত ভাবে নেমে আসবে কেউ জানে না।সভার শুরু তেই অতিথি বরণ সহ মহান চিকিৎসক কাউন্ট সীজার মেট্টির- প্রতিকৃতি তে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সভার সূচনা ঘটে।বরণ করে নেওয়া হয় ডাঃ সঞ্জয় কুমার মল্লিক, ডাঃ বিভূতিভূষণ মজুমদার, ডাঃ পার্থ্য ভট্টাচার্য, ডাঃ আনন্দ প্রসাদ মৌর্য্য, ডাঃ সেখ আসাদ আলী, ডাঃ সেখ আজহার মুন্সী, ডাঃ কৌশিক চ্যাটার্জী, ডাঃ শান্তনু ভাদুড়ী, ডাঃ শ্রীমন্ত আরি, ডাঃ পার্থ্য ভট্টাচার্য প্রমুখ ব্যাক্তি কে। বরণ করে নেন অণাবিলা মল্লিক।