|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: একটি প্রয়াস একটি সেচ্ছাসেবী সংস্থা,আজ একটু অন্যরকম ভাবে শিশুদিবস পালন করল।আজ তারা চা বাগানের সমস্ত মানুষের হাতে তুলে দিলো জামাকাপড় এবং খাওয়ার জিনিস।আজ তারা প্রায় দেড়শো জনের হাতে তুলে দিলো এইসব প্রয়োজনীয় জিনিস।আজ সকালে তারা নিজেরাই নিজেদের উদ্যেগ নিয়ে বাগানের কর্মচারীদের হাতে তুলে দেয় জামাকাপড় ।
এই সব চা বাগানের মানুষের খাওয়া দাওয়া প্রায় জুটত না বললেই চলে,জানালেন প্রয়াসের একজন সদস্য।তিনি জানালেন এই বাগানের মানুষদের এমন অবস্থা যে এক জামাকাপড় পড়ে তাদের প্রায় এক সপ্তাহ থাকতে হয়।কাজকর্ম প্রায় উঠেই গেছে বললেই চলে।শিশুরাও অনাহারে দিন কাটাচ্ছে।তাই আমাদের সিদ্ধান্ত হয়েছিলো যেভাবেই হোক না কেন এইসব মানুষদের পাশে দাড়াতে হবে।তাই আমাদের আজ সামান্য প্রয়াস এইসব মানুষদের জন্য।আগামীদিনেও আমরা প্রয়োজনে এইসব দুস্থ মানুষদের পাশে গিয়ে দাড়াবো।আজ প্রায় দেড়শোজন বাগানের মানুষ এবং তাদের পরিবারের হাতে তারা তুলে দেন প্রয়োজনীয় জিনিসপত্র।আজ সকালে এই প্রয়াস নামক সংস্থা তাদের হাতে তুলে দিয়ে আসে এইসব জিনিস।