|
---|
নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে পিএইচডির পরীক্ষা অনলাইন মারফত নেওয়া হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই ঘোষণায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন অনলাইন মারফত পরীক্ষা নেওয়া হবে সেই ব্যাপারে সঠিকভাবে বলতে পারেননি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রসঙ্গত আগামী ২২ শে আগস্ট থেকে এই পিএইচডি কোর্সের পরীক্ষা শুরু হবে, শেষ হবে ২৯ আগস্ট। গোটা রাজ্যের অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসবেন, তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেওয়ার পর রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে।