প্লাস্টিক জিনিসে রমরমা এখন তাই এই বাঁশ শিল্পের চাহিদা নেই

নিজস্ব প্রতিবেদক:-সকাল হলেই শুরু হয় বাঁশ,বেত দিয়ে গৃহস্থালির জিনিস তৈরির কাজ। পরিবারের সকলে মিলে এই কাজ করেন। এইগুলি বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে কোনমতে সংসার চলে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাসপুর হলদি গ্ৰামে ডোম সম্প্রদায়ের কয়েকটি পরিবার বসবাস করেন। বাড়িতে বসে নিপুণ ভাবে কাজ করে চলেন কারিগররা। তবে শিল্পীদের আক্ষেপ বাজারে প্লাস্টিক জিনিসে রমরমা এখন তাই এই বাঁশ শিল্পের চাহিদা নেই বললেই চলে।