|
---|
নিজস্ব প্রতিবেদক,নতুন গতি,রামপুরহাট:-সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন ,এই মমতাময়ী মানবিক স্টল । কখনো দেখেছি ভবঘুরেদের মুখে খাবার তুলে দিয়েছেন ,কখনো বিনামূল্যে সবজি হাট বসিয়েছেন ,আবার কখনো দেখেছি বিনামূল্যে বস্ত্র বিতরণ করেছেন । এখন দেশজুড়ে জন্য করোনা ভাইরাসের জন্য লক ডাউন জারি করা হয়েছে, যার ফলে কর্মহীন হয়ে পড়েছে সকল মানুষ। সামনে ঈদ এই সময় আমাদের সংখ্যালঘু ভাইদের মুখে একটুা সি ফোটানোর জন্য মমতাময়ী মানবিক স্টল আজ প্রায় আড়াইশো জন মানুষকে লুঙ্গি শাড়ি বিভিন্ন বস্ত্র বিতরণ করেছেন ।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঃবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী ডঃ আশিষ ব্যানার্জি, রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল ইসলাম, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস-প্রভিডেন্ট সৈয়দ সিরাজ জিম্মি ও অন্যান্য অতিথিবর্গ। মমতাময়ী মানবিক স্টলের কর্ণধার আব্দুর রাকিব জানাই,” আমরা সারা বছর বিভিন্ন সমাজ মূলক কাজ করে থাকি ।সাধারণ মানুষের পাশে ছিলাম আছি থাকব এবং আগামী দিনেও আমাদের নানান চিন্তাভাবনা রয়েছে।”