পুলিশের উদ্যেগে ও কাটোয়া থানার সহযোগিতায় পাটশালা তৈরি ঘুমুরিয়া গ্ৰামে

রাহুল রায়,কাটোয়া: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে ও কাটোয়া থানার সহযোগিতায় কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের ঘুমুরিয়া গ্ৰামে পাটশালা তৈরি করা হয়েছে। পাটশালার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আজ। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী।

    উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার(গ্ৰামীণ)ধ্রুব দাস, কাটোয়ার এসডিপিও কৌশিক বাসক,কাটোয়া থানার আইসি তির্থন্দু গাঙ্গুলী,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,শিক্ষানুরাগী বিশ্বনাথ সাহা,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী কণিকা বাইন সরকার,পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য রফিকুল ইসলাম,সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জী।

    এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষ ছাড়াও বাচ্চারা হাজির হয়েছিল। এই পাঠশালাতে ঘুমুরিয়া গ্ৰামের বাচ্চারা বিনামূল্যে ক্লাস করতে পারবে। পাড়ার পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বাচ্চাদের। বাচ্চাদের পড়াশোনার দেখভাল করবে সিভিক পুলিশেরা। পুলিশের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।