|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কালিয়াচক: “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ কালিয়াচক থানা ও কালিয়াচক ট্রাফিক পুলিশ আধিকারিকদের রাখি পরিয়ে রাখীবন্ধন উৎসব পালন করা হলো। তার সাথে সরকারি বিধিনিষেধ মেনে স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ও সামাজিক দুরত্ব মেনে রাখী পড়ানো হল পুলিশ আধিকারিকদের। এই সংস্থার সভাপতি সুশিল সাহনাওয়াজ জানান “করোনা আবহে পুলিশ যে ভাবে নিজের জীবন কে বাজি রেখে কাজ করে চলেছে আমাদের সকলের জন্য, তাঁদের জন্য আমরা তাদের কথা মাথায় রেখে এই রাখীবন্ধন উৎসব পালন করলাম। আমরা জানি, তাঁরা এই মহামারিতে নিজের বাড়ি যেতে পারছেন না, কারন তাদের অনেক দায়িত্ব এখন তাই আমাদের সংগঠনের তরফ থেকে এই ছোট্ট প্রয়াস। সংগঠনের স্বেচ্ছাসেবকরা কালিয়াচক থানার আইসি আশিস দাস, এস আই বাপন দাস ও এস আই ওবাইদুর রাহমান কে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের মেল বন্ধন দিবস পালন করেন।