|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং দিকে দিকে বিজেপি কর্মী হত্যা ও মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদ জানিয়ে আজ যুব মোর্চার উদ্দ্যোগে কালনা লিচুতলা জনসভার জন জোয়ারে।
উপস্থিত ছিলেন রাজ্য যুব সভাপতি দেবজিৎ সরকার, রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক,জেলা যুব পর্যবেক্ষক সৌমিক রাহা ওরাজ্য যুব কোষাধ্যক্ষ অনীল সিং ও পূর্ব বর্ধমান জেলার যুব মোর্চার সভাপতি শ্রী শুভদ্বীপ মাপদার।