|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার গয়াগঙ্গা-ঘোষপুকুর এলাকা থেকে ব্রাউন সুগার সহ নওশার এক্কা নামে এক গ্রেফতার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার ২৮০ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে, তার হেফাজত থেকে ২৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে নকশালবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। নওশার এক্কাকে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। অপরদিকে ওই ব্যাক্তি কোথা থেকে এই ব্রাউন সুগার নিয়ে এসেছিল এবং কোথায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।