|
---|
নিউ জলপাইগুড়ি: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাঘাট ব্রিজ থেকে গতকাল রাতে গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করে বিহারের দুই বাসিন্দাকে । ধৃতদের নাম বিস্নু কুমার শা ও এম.ডি গুপরাম ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে প্রাইভেট গাড়িতে গোপন চেম্বার করে শিলিগুড়ি কে করিডর বানিয়ে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল । ২৬ কিলো গাঁজা যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পাশাপাশি এই গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।