|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির হাকিমপাড়াতে তিনটি তক্ষক সহ দুজনকে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ।আজ সকালে শিলিগুড়ির হাকিমপাড়ার একটি আবাসন থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের কাছ থেকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ধৃতরা ওই তক্ষকগুলিকে শিলিগুড়ির বাইরে পাচার করতে যাচ্ছিলো।তাদের কাছ থেকে আরো জানা গেছে এর আগেও তারা ওই আবাসনে প্রচুর তক্ষক এনে রেখেছিলো বাইরে পাচার করবার জন্য।আরো জানা গেছে পাচারকারীদের সাথে জড়িত আছেন থাইল্যান্ডের একজন নাগরিক।
আরো জানা গেছে উত্তরবঙ্গ থেকে প্রচুর তক্ষক চোরাপথে বাইরে পাচার হয়ে যায়।যার বিনিময়ে প্রচুর বিদেশী টাকা আসে।ধৃতদের কাছ থেকে আরো জানতে পারা গেছে চোরাকারবারীরা মুলত বেকার কর্মহীন ছেলেমেয়েদের এই কাজে নিয়ে আসে মোটা টাকার লোভে।করোনার সময় কাজ হারিয়েছে প্রচুর যুবক তাদের অনেকেই এখন চোরা পাচারের সাথে যুক্ত হয়ে পড়ছে মোটা টাকার বিনিময়ে।ধৃতরা জানিয়েছে তারা নেপাল থেকে আসা এক ব্যক্তির কাছে এই পাখি বা তক্ষক পাচার করে থাকে।