হাসপাতাল কর্মীদের করোনা লোকানো ঘিরে রোগী পরিবারদের বিক্ষোভ

শিলিগুড়ি: শিলিগুড়ি হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা হাসপাতাল চত্বরে।বেশ কজন হাসপাতালের ষ্টাফ এবং অস্থায়ী কর্মচারীদের করোনা পজিটিভ আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের মধ্যে।রোগীরা অভিযোগ জানান যে করোনা পজিটিভ হওয়া সত্যেও অনেক হাসপাতাল কর্মীরাই রোগ লুকিয়ে কাজ করে যাচ্ছেন।বোঝাই যায় না কে কোভিড পজিটিভ কে নন,এভাবে চলতে থাকলে হাসপাতালে ভর্তি হওয়া অন্যান্য রোগীরাও কোভিড পজিটিভ হয়ে যাবে।গোটা হাসপাতালে বিক্ষোভ দেখান অন্যান্য রোগীর আত্মীয়রা।

    এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষকে জিঞ্জাসা করলে তারা সম্পুর্ন বিষয়টি মানতে চান নি।কতৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় রোগী কিংবা রোগীর আত্মীয়দের শঙ্কিত হবার কোন কারন নেই।হাসপাতাল কতৃপক্ষ উপযুক্ত ব্যাবস্থা নেবে যদি তাদের কেউ করোনা পজিটিভ হন।আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও তাদের দায়িত্ব।পরে রোগীরা জানান হাসপাতালের দায়িত্বে থাকা ব্যক্তিরা কোভিড পজিটিভ হতেই পারেন,সেক্ষেত্রে রোগীদের জানিয়ে দেওয়া উচিত।