|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে রাজমিস্ত্রির দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় ধৃত আরেক রাজমিস্ত্রি রাজু সিং জানিয়েছে, ২০০ টাকা নিয়ে বচসার জেরে রাগের মাথায় বাবলু সিংকে খুন করেছে সে।
জেরায় রাজু পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, বেলিলিয়াস রোডে একই বাড়িতে ভাড়া থাকত ২ জন। সম্প্রতি এক জায়গায় বাবলুর সঙ্গে কাজ করতে যায় সে। সেজন্য দিনপ্রতি ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা ছিল বাবলুর।
হাওড়ার বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে রাজমিস্ত্রির দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় ধৃত আরেক রাজমিস্ত্রি রাজু সিং জানিয়েছে, ২০০ টাকা নিয়ে বচসার জেরে রাগের মাথায় বাবলু সিংকে খুন করেছে সে।
গত ২২ মে সকালে বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে উদ্ধার হয় বাবলু সিংয়ের রক্তাক্ত দেহ। তদন্তে নেমে নিহতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুুলিশ। সেখান থেকেই উঠে আসে রাজু সিংয়ের নাম। পেশায় রাজমিস্ত্রি রাজুরও বাড়ি বিহারে। বেলিলিয়াস রোডে ভাড়া থেকে বিভিন্ন জায়গায় নির্মাণশ্রমিকের কাজ করত সে। ঘটনার দিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারে আসানসোল হয়ে বিহারে পালানোর ছক করেছে সে। এর পর ফোন করে রাজুকে হাওড়ায় ডেকে পাঠানো হয়। রাজু হাওড়া পৌঁছলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা।
জেরায় রাজু পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, বেলিলিয়াস রোডে একই বাড়িতে ভাড়া থাকত ২ জন। সম্প্রতি এক জায়গায় বাবলুর সঙ্গে কাজ করতে যায় সে। সেজন্য দিনপ্রতি ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা ছিল বাবলুর। কিন্তু রাজুকে ৪০০ টাকা দেয় সে। বাকি ২০০ টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন বাবলু। এতেই ক্ষোভে তাকে খুন করে এলাকা ছাড়ে রাজু।
ধৃতকে জেরা করে এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মাত্র ২০০ টাকার জন্য খুনের ঘটনায় হতবাক গোয়েন্দারাও।
জেরায় রাজু পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, বেলিলিয়াস রোডে একই বাড়িতে ভাড়া থাকত ২ জন। সম্প্রতি এক জায়গায় বাবলুর সঙ্গে কাজ করতে যায় সে। সেজন্য দিনপ্রতি ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা ছিল বাবলুর।
হাওড়ার বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে রাজমিস্ত্রির দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় ধৃত আরেক রাজমিস্ত্রি রাজু সিং জানিয়েছে, ২০০ টাকা নিয়ে বচসার জেরে রাগের মাথায় বাবলু সিংকে খুন করেছে সে।
গত ২২ মে সকালে বেলিলিয়াস রোডে বন্ধ ঘরে উদ্ধার হয় বাবলু সিংয়ের রক্তাক্ত দেহ। তদন্তে নেমে নিহতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে পুুলিশ। সেখান থেকেই উঠে আসে রাজু সিংয়ের নাম। পেশায় রাজমিস্ত্রি রাজুরও বাড়ি বিহারে। বেলিলিয়াস রোডে ভাড়া থেকে বিভিন্ন জায়গায় নির্মাণশ্রমিকের কাজ করত সে। ঘটনার দিন থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে গোয়েন্দারা জানতে পারে আসানসোল হয়ে বিহারে পালানোর ছক করেছে সে। এর পর ফোন করে রাজুকে হাওড়ায় ডেকে পাঠানো হয়। রাজু হাওড়া পৌঁছলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা।