খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট পেশ করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা : খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চার্জশিট পেশ করল পুলিশ। অভিযুক্ত কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং। তাঁর বিরুদ্ধে বার্ধক্যভাতার টাকা তছরূপের মামলা চলছে আদালতে। এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রাজ্যের জেলায় জেলায় শাসকদলের নেতা – মন্ত্রী – কাউন্সিলরদের বিরুদ্ধে উঠছে একের পর এক দুর্নীতির অভিযোগ। পরিস্থিতি এতই জটিল যে প্রকাশ্যে দুর্নীতির কতা স্বীকারও করছেন অনেকে। এই অবস্থায় কলকাতা পুরসভার তৃণমূলি কাউন্সিলরের বিরুদ্ধে বার্ধক্যভাতা দুর্নীতিতে দায়ের হল চার্জশিট।সুমন সিংয়ের বিরুদ্ধে ২০১৬ সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তাতে দাবি করা হয়, মৃত ব্যক্তিদের জীবিত দেখিয়ে তাদের বার্ধক্যভাতার টাকা আত্মসাৎ করছেন সুমন সিং। চিৎপুর থানার পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযোগ সত্য। কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে সেকথা জানায় তারা। এর পরই সুমন সিংয়ের বিরুদ্ধে কলকাতা পুলিশকে চার্জশিট পেশের নির্দেশ দেন বিচারপতি।
এব্যাপারে সুমন সিং বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধীদের কটাক্ষ, ‘তৃণমূলের মুকুটে নতুন পালক।’