|
---|
বাবলু হাসান লস্কর : তুলসীঘাটা সংকল্প ট্রাস্ট ফর এমপাওয়ারমেন্ট ও দমদম জয়পুর শ্রী মল্লিকা ফাউন্ডেশনের ব্যাবস্থাপনায় এবং রোটারি ক্লাব ক্যালকাটা পয়েন্টার্স এর সার্বিক পরিচালনা ও সহযোগিতায় জয়নগর ২নম্বর ব্লকের তুলসীঘাটা পেট্রোল পাম্পের কাছে আলমিরা মিশন হাউসে সংকল্প ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ প্রায় শতাধিক প্রতিবন্ধীদের সংবর্ধনা প্রদানের সাথে সাথে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়।
এই মহতী কর্মযজ্ঞে উপস্তিত ছিলেন সংকল্প ট্রাস্টের সম্পাদক সুব্রত কয়াল ও সরমা হালদার এবং ট্রাস্টের একাধিক কর্মী। শ্রী মল্লিকা ফাউন্ডেশন এর তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুমিত্রা রায় সহ আরো অনেকে। পাশাপাশি রোটারি ক্লাব এর পক্ষ থেকে উপস্তিত ছিলেন ডা: সুজয় মজুমদার (সভাপতি), ডা: শচীন্দ্র রায়(পরবতী সভাপতি), সৌম্যপ্রিয় মুখোপাধ্যায় (কর্নেল), ডা: অপরাজিতা সেন (অধ্যাপিকা) সহ আর অনেকে।
সংকল্প ট্রাস্টের সম্পাদক সুব্রত কয়াল বলেন, এই সংস্থার পক্ষ থেকে এখানে মেশিনে সেলাই ও বিভিন্ন ধরনের হাতের তৈরি কাজ শেখানো হয় ১ থেকে ১৭বছর বয়স পর্যন্ত শিশু বিকাশ প্রকল্প ও ১৮ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত পরিবার বন্ধু প্রকল্প আওতায় নিয়ে আসা হয়। পাশাপাশি সাধারণ নিন্ম ও মধ্যবিত্ত মানুষদের সব দিক থেকে সহযোগী হাত বাড়িয়ে দেওয়া এবং প্রতিবন্ধীদের সাহায্য করা করা হয় সংস্থার পক্ষে থেকে।