কলকাতা পুলিশের নৈশ-অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি এবং নজরদারি

নতুন গতি নিউজ ডেস্ক: রোজই থাকে নজরদারি সাধ্যমতো, কিন্তু গতকাল সপ্তাহান্তে রাতের শহরে উচ্ছৃঙ্খল আচরণের প্রতিরোধে, ট্র্যাফিকের বিধিভঙ্গের প্রতিরোধে সারা শহর জুড়ে চলল বিশেষ ‘ব্লক রেইড’, কলকাতা পুলিশের নৈশ-অভিযান, মোড়ে মোড়ে তল্লাশি এবং নজরদারি পদস্থ আধিকারিকদের সক্রিয় উপস্থিতিতে। সর্বাত্মক অংশ নিয়েছিল সমস্ত ডিভিশন, ট্র্যাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগ।ফল ? ভাগ করে নিলাম।

    বিনা হেলমেটে বাইক চালানো, বাইকের পিছনের সিটের হেলমেটবিহীন আরোহী, বেপরোয়াভাবে গাড়ি চালানো , মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বৈধ কাগজ ছাড়া গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ১২৭৮, ৫৯২, ১১০, ১২১ এবং ৭৭ জনকে আটক করে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট। মোট ২১৭৮ জনকে বিভিন্ন ট্রাফিক আইনে অভিযুক্ত করা হয়।

    বিশৃঙ্খল আচরণ, একটি বাইকে ৩ জন আরোহী, বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য যথাক্রমে ৫৯০, ১২ ও ৪৯৭ জনকে আটক করা হয়। ৩২৬.৭৭ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়।অন্যান্য আইন ভাঙার দায়ে ১৫২জন সহ মোট ৭১৮ জনকে থানা এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট গ্রেপ্তার করেছে।রাতের শহরকে নিরাপদ করতে কলকাতা পুলিশ চেষ্টা চালাচ্ছে নিরন্তর।পাশে থাকুন।